জাতীয় অর্থনৈতিক হিসাবে দেশের অপ্রাতিষ্ঠানিক খাতের আয়কেও যুক্ত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। তার মতে, সঠিক পরিসংখ্যান পেতে হলে পরিসংখ্যান ব্যুরোর জনবল বাড়াতে হবে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তাগিদ দেন। মশিউর রহমান বলেন, এখন সময় এসেছে বিভিন্ন মন্ত্রণালয়ে পরিসংখ্যানবিদ নিয়োগ দেয়ার।
অনুষ্ঠানে গেলো এক দশককে উন্নয়নের সাফল্য তুলে ধরে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, বাংলাদেশের এই সুসংহত ব্যবস্থাপনার সাফল্যে আইএমএফের ঋণ মিলেছে।
পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. মতিয়ার রহমান দাবি করেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় বিবিএসের গ্রহনযোগ্যতা বেড়েছে।
এর আগে, এদিন সকালে দিনটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
/এমএন
Leave a reply