খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা নিয়ে যা বললেন ব্যক্তিগত চিকিৎসক

|

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ নিয়ে কথা বলেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন। রিপোর্ট পাওয়ার পর চিকিৎসা ব্যবস্থায় পরিবর্তন আসতে পারে বলে জানান তিনি।

ডা. জাহিদ বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার আওতায় এসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার রিপোর্ট পাওয়া যাবে। তারপর চিকিৎসার পরিবর্তন আসতে পারে।

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেয়া জরুরি উল্লেখ করে তিনি আরও বলেন, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেয়া দরকার। এখনও হার্টে দুটি ব্লক আছে। এছাড়া আরও বেশ কিছু সমস্যা আছে। তাকে বিদেশ নেয়া ভীষণ জরুরি।

এর আগে সোমবার বিকেল ৫টা ৩০ মিনিটে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। সেখানে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয় তার। পরে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে হাসপাতাল থেকে বের হন তিনি। এরপর সরাসরি বাড়িতে পৌঁছান।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply