লক্ষ্মীপুর প্রতিনিধি:
জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদনের লক্ষ্যে মার্চ থেকে এপ্রিল এ ২ মাস মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। ফলে আগামী ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নদীতে জাল ফেলা বা মাছ ধরা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
এ ঘোষণার আওতায় লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১০০ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে ইলিশের অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে আগামী দুই মাস এই এলাকায় সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ। এসময় সব ধরনের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদকরণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, ইলিশের উৎপাদন ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল দুই মাস নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য মৎস্য বিভাগ, উপজেলা-জেলা প্রশাসন, নৌপুলিশ ও কোস্টগার্ড প্রতিদিন নদীতে অভিযান পরিচালনা করবে।
এসজেড/
Leave a reply