সরকারি কাজে ব্যবহৃত যন্ত্রে টিকটক নিষিদ্ধ করলো কানাডা

|

ছবি : সংগৃহীত

সরকারি কাজে ব্যবহৃত সব ধরণের যন্ত্রে টিকটক ডাউনলোড ও ব্যবহার নিষিদ্ধ করেছে কানাডা। এক বিবৃতিতে দেশটির তথ্য মন্ত্রণালয় জানায় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে এ সিদ্ধান্ত। খবর রয়টার্সের।

জানায়, চীনের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপটিকে রাষ্ট্রীয় গোপনীয়তা ও নিরাপত্তার জন্য হুমকি মনে করছে কানাডার সরকার। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বেগের কারণেই পরিবর্তন আনা হয়েছে বিধিমালায়।

এর আগে সরকারি কর্মচারীদের যন্ত্রে টিকটক অ্যাপ ব্যবহার নিষিদ্ধের ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়ন। যা কার্যকর হবে ১৫ মার্চ থেকে। গত বছর মার্কিন সরকারি কর্মচারীদের জন্যও নিষিদ্ধ করা হয় টিকটক ব্যবহার।

এদিকে কানাডার এমন সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছে ভিডিও অ্যাপটির মালিক প্রতিষ্ঠান বাইত ডান্স লিমিটেড। তাদের দাবি, টিকটক অ্যানের তথ্য ব্যবহারের সুযোগ নেই চীনের সরকারের। অবশ্য গত বছর স্বীকার করেছিল, ইউরোপীয় ব্যবহারকারীদের তথ্যে প্রবেশাধিকার।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply