জি-২০ এর সদস্য না হয়েও নিমন্ত্রণ পাওয়া সম্মানের: পররাষ্ট্রমন্ত্রী

|

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবুল মোমেন। ফাইল ছবি।

জি-২০ জোটের সদস্য না হয়েও নিমন্ত্রণ পাওয়া সম্মানের বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এ কথা মন্তব্য করেন তিনি। এবারের সম্মেলনে যোগ দিয়ে ফ্রান্স, সুইডেন ও ভারতের সাথে সাইড লাইন বৈঠকের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। সুযোগ পেলে জোটের অন্যান্য দেশের সাথেও দ্বিপক্ষীয় বিষয়ে আলাপের কথা জানিয়েছেন তিনি।

সম্মেলনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রস্তাবও তুলে ধরা হবে এ সময় উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করে উন্নয়ন হোক।

নির্বাচন ইস্যুতেও কথা বলেন এ কে আব্দুল মোমেন। বললেন, নির্বাচন নিয়ে মাথা ব্যাথার কারণ নেই। নির্বাচনে সব দলের আন্তরিকতা থাকলে কোনো সংঘাত হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন বলেও জানিয়েছেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply