চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

|

ছবি: সংগৃহীত

স্টাফ করেসপনডেন্ট, দিনাজপুর:

চলন্ত পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দরজায় দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে সিগন্যাল বারে মাথা লেগে মারুফ নামে কলেজছাত্র মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুরের চিরিরবন্দর রেল স্টেশনের আউটার সিগন্যালে দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত মারুফ ঢাকায় সাইকেল প্রতিযোগিতায় অংশ নিয়ে বাড়ি ফিরছিলেন। তার বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বড় বাইল গ্রামের আনিছুর রহমানের ছেলে। তিনি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র।

তার সহপাঠীরা জানায়, মারুফ ও তার বন্ধুরাসহ ঢাকায় সাইকেল প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় মারুফ দ্বিতীয় হয়। মঙ্গলবার বাড়ি ফেরার সময় চিরিরবন্দর রেলস্টেশনের পশ্চিম প্রান্তে মোবাইল দিয়ে সেলফি তুলছিল। এ সময় সিগন্যাল বারের সাথে মাথার ধাক্কা লাগলে সে চলন্ত ট্রেন থেকে পড়ে যায়। স্থানীয়রা তাকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্বজনেরা ময়নাতদন্ত না করে মরদেহ নিয়ে গেছে। এ ব্যাপারে চিরিরবন্দর থানা পুলিশ সংশ্লিষ্ট জিআরপি থানাকে অবহিত করেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply