নতুন ফুটবল মৌসুমকে ঘিরে নিজের নতুন ক্লাব য়্যুভেন্টাসে যোগ দিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথমবারের মতো অংশ নিয়েছেন অনুশীলনে। এর আগে তুরিনে পৌঁছানোর পরই ভক্তদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়েছে সাবেক এই রিয়াল তারকা।
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপকে ঘিরে য়্যুভেন্টাস দল এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে। তবে, দলের শীর্ষ বেশিরভাগ ফুটবলারই বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকায় এতোদিন বিশ্রামে ছিলেন। বাকিদের নিয়েই প্রাক মৌসুম প্রস্তুতির টুর্নামেন্টে আইসিসি কাপ খেলছে ইতালিয়ান জায়ান্টরা।
ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রথম অনুশীলন সেশনে সঙ্গী ছিলেন গঞ্জালো হিগুয়াইন, পাওলো দিবালা, হুয়ান কোয়ার্দাদো, ডগলাস কস্তা আর রদ্রিগোর মতো সুপার স্টাররা। সমর্থকদের জন্য সেশনটি উন্মুক্ত রাখে ক্লাবটি।
Leave a reply