ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান ধরে রাখার মিশনে এভারটনের বিপক্ষে বুধবার (১ মার্চ) রাতে মাঠে নামবে আর্সেনাল। চলতি মৌসুমে আর্সেনালের জয়ের ঝান্ডা উড়ছে। গানারদের রুখে দেয়াটা বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে প্রতিপক্ষ দলগুলোর জন্য।
নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে এভারটনকে আতিথ্য জানাবে আর্সেনাল। বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় ম্যাচটি শুরু হবে। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গত সেপ্টেম্বরে স্থগিত হয় খেলাটি। তবে দীর্ঘ এই বিরতি খেলায় কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন আর্সেনাল কোচ। নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে ঘরের মাঠে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। জয়রথ ধরে রাখার মিশনে পরিকল্পনার কোনো কমতি রাখছেন না এই গানার কোচ।
টেবিলে ম্যানচেস্টার সিটির থেকে এক ম্যাচ কম খেলে ২ পয়েন্টে এগিয়ে আছে আর্সেনাল। ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে গানারদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সিটিজেনরা। তবে জটিল সমীকরণে না গিয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এগিয়ে থাকতে চায় আর্সেনাল।
/আরআইএম/এমএন
Leave a reply