তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস ভালো শুরুর আভাস দিলেও ছক্কা মারার পরের বলেই এলবি ডব্লুউ এর ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন লিটন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে তামিমের আগ্রাসন ব্যাটিংয়ে উড়ন্ত সূচনার দিকে এগিয়ে যাচ্ছিলো বাংলাদেশ। জফরা আর্চারকে একের পর এক চারে রানের গতি বাড়াতে থাকে তামিম ইকবাল। তবে অপরপ্রান্তে, রীতিমতো ধুঁকছিলেন লিটন। প্রথম রান পেতে লিটনকে অপেক্ষা করতে হয় ১০ বল।
এরপর ক্রিস ওকসকে ৮৫ মিটারের বিশাল এক ছক্কা মেরে নিজের ব্যাটিং কারিশমার জানান দেন লিটন। কিন্তু এর পরের ডেলিভারিতে ওকসের ইনকাটার বলে এলবি’র ফাঁদে পড়েন লিটন। ১৫ বলে ৭ রান করে আউট হন লিটন দাস। অপরপ্রান্তে, দারুণ ছন্দময় ব্যাটিং উপহার দিচ্ছেন তামিম ইকবাল। ৪টি চারের বিনিময়ে ২৯ বলে ২২ রানে অপরাজিত রয়েছেন দেশসেরা এই ওপেনার।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ ওভার শেষে ১উইকেট হারিয়ে ৫১ রান তুলেছে বাংলাদেশ। দুই অপরাজিত ব্যাটার তামিম ২৩* ও নাজমুল হোসেন শান্ত ১২*।
আরআইএম/ইউএইচ/
Leave a reply