বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের দেশে ফিরতে বাধা নেই। অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে রয়েছেন তিনি। শিলং আদালতের আপিল বিভাগ গতকাল (মঙ্গলবার) এক রায়ে এ নির্দেশনা দিয়েছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, আগেই আদালত বেকসুর খালাস দিয়েছিল। পরে রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে আপিল করে। মঙ্গলবার আপিল বিভাগের রায়েও বেকসুর খালাস দিয়েছেন আদালত। বাংলাদেশে ফেরার বিষয়ে ভারত সরকারকে আদালত নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।
২০১৫ সালের ১০ মার্চ সরকারবিরোধী টানা ৯২ দিনের আন্দোলন চলাকালীন রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন আহমেদ। নিখোঁজের ৬৩ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ সালাহউদ্দিনকে উদ্ধার করে সেখানকার একটি মানসিক হাসপাতালে ভর্তি করে। এর পরদিন তাকে শিলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়।
বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাকে গ্রেফতার দেখায় মেঘালয় থানা পুলিশ। একই বছরের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়।
ইউএইচ/
Leave a reply