সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল মলদোভা

|

সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ মলদোভা। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানী চিসিনাওয়ে পশ্চিমাপন্থী সরকারের পদত্যাগের দাবিতে এ বিক্ষোভ-সমাবেশ হয়।

আন্দোলন অংশ নেয় রুশপন্থী সংগঠন শোর পার্টির হাজারো সমর্থক। রাষ্ট্রপতি মাইয়া সান্দুর পদত্যাগের স্লোগানে মুখরিত হয় রাজপথ। এসময় শীতকালীন জ্বালানীতে ভর্তুকি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে না জড়ানোর অভিযোগ তুলে বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা।

আন্দোলনে নতুন মাত্রা যোগ করে সংবিধান অনুসারে শোর পার্টিকে অবৈধ করার ঘোষণা। সরকারের দাবি, এ বিক্ষোভের পেছনে রাশিয়া জড়িত। এমনকি অর্থ সহায়তা পাচ্ছে বলে অভিযোগ করেন দেশটির দুর্নীতি বিরোধী আইনজীবী। তবে এ অভিযোগ নাকচ করে রুশ সরকার। এ নিয়ে দু’সপ্তাহে দেশটিতে দুইবার আন্দোলনে নামে রুশপন্থীরা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply