ভারতের রাজধানী নয়া দিল্লির উত্তরাঞ্চলীয় রোশানারা সড়কে একটি ভবন অগ্নিকাণ্ডের পর ধসে পড়েছে। মোবাইল ফোনে ধারণ করা ওই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
বুধবার (১ মার্চ) উত্তর দিল্লির রোশানারা রোডে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটে ওই ভবনটিতে আগুন লাগে।
ভিডিওতে দেখা যায়, তিনতলা ওই ভবনের কাছে দাঁড়িয়ে রয়েছেন কয়েকজন দমকলকর্মী। এরপরই মাত্র পাঁচ সেকেন্ডের চেয়ে কম সময়ে ওই ভবনটি ধসে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। লজিস্টিক ফার্ম জয়পুর গোল্ডেন ট্রান্সপোর্ট ওই ভবনটি ব্যবহার করে আসছিল বলে জানা গেছে।
এদিকে আগুন নেভাতে দমকল বাহিনী ঘটনাস্থলে অন্ততপক্ষে ১৮টি গাড়ি পাঠায়। ভবনটি ধসে পড়ার সময় দমকলকর্মীরা আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলেন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ইউএইচ/
Leave a reply