ন্যাটোর সদস্য হতে ভোট দিলেন ১৮৪ ফিনিশ আইনপ্রণেতা

|

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

ন্যাটোর সদস্যপদ গ্রহণ ইস্যুতে প্রস্তাব পাস হলো ফিনল্যান্ডের পার্লামেন্টে। বুধবারের ভোটাভুটিতে দেশটির ১৮৪ জন আইনপ্রণেতা ন্যাটোয় যোগদানের পক্ষে রায় দেন। এদিন, ফিনল্যান্ডের দুইশো সদস্যের আইনসভায় মাত্র সাতজন অবস্থান নেন প্রস্তাবের বিপক্ষে। ভোটদানে বিরত ছিলেন একজন। খবর দ্য গার্ডিয়ানের।

ইউক্রেনে রুশ হামলার পর গত বছরের মে মাসে ন্যাটোয় যুক্ত হওয়ার আবেদন করেছিল ফিনল্যান্ড ও সুইডেন। তবে সদস্যপদ পেতে অনুমোদন প্রয়োজন হয় জোটের সব সদস্যের। বাকিরা সবুজ সংকেত দিলেও ফিনল্যান্ড-সুইডেনের অন্তর্ভুক্তি আটকে আছে তুরস্ক ও হাঙ্গেরির আপত্তির কারণে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান অবশ্য বলেছেন, সুইডেনকে না দিলেও ফিনল্যান্ডকে অনুমোদন দেবেন তারা।

প্রসঙ্গত, রাশিয়ার সাথে ১৩শ’ কিলোমিটার দীর্ঘ সীমানা রয়েছে ফিনল্যান্ডের। নিরাপত্তাজনিত আশঙ্কা ও সীমান্ত সুরক্ষায় ন্যাটোর সহায়তা পেতে চাইছে দেশটি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply