সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিবের রাজপথ

|

তেল আবিবের রাস্তায় নিরাপত্তা বাহিনীর সাথে মুখোমুখি অবস্থানে বিক্ষোভকারীরা।

বিচার ব্যবস্থা সংস্কারের বিরোধীতায় ইসরায়েল জুড়ে অব্যাহত রয়েছে বিক্ষোভ ও সহিংসতা। বুধবার (১ মার্চ) রাজধানী তেল আবিবের রাজপথে নামেন আন্দোলনকারী। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

বিক্ষোভে পুলিশ বাধা দিতে গেলে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। সৃষ্টি হয় তীব্র যানজটের। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তাবাহিনীকে ঘোড়ার পিঠে করে টহল দিতে দেখা যায়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভনের সামনেও জড়ো হন হাজারো বিক্ষোভকারী। দিতে থাকেন সরকারবিরোধী স্লোগান।

এছাড়া একটি সেলুনের সামনেও বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ হয় পুলিশের। সে সময় ওই সেলুনটিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী অবস্থান করছিলেন। পরে বিক্ষোভকারীদের সরিয়ে তাদেরকে নিরাপদে সেলুন থেকে সরিয়ে নেয়া হয়।

যদিও নেতানিয়াহু বারবার বলছেন, বিচার ব্যবস্থার সংস্কার হলেও বহাল থাকবে গণতন্ত্র। কিন্তু বিক্ষোভকারীদের দাবি, এর ফলে সুপ্রিম কোর্টের ক্ষমতা পুরোপুরি হ্রাস পাবে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply