সিরাজগঞ্জের কাদাই এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিন জন। দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাইয়ে একটি পুকুরে মাছ ধরছিলো এলাকাবাসী। পুকুরের পাশে থাকা একটি দোকান ঘর সরানোর জন্য যারা মাছ ধরতে ছিলেন তাদের ডাকা হয়। ঘরটি সরানোর জন্য উচু করলে দোকানের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইন টিনের ঘরটির সাথে লেগে যায়। তখন ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। সাথে সাথে ৬ জনের মৃত্যু হয়। পরে বিদ্যুৎ অফিসে জানানোর পর বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়, আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেয়া হয়।
Leave a reply