খাবার-ওষুধ এবং ত্রাণ সংকটে চরম সময় পার করছেন ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ার বাসিন্দারা। দ্রুততম সময়ের মধ্যে তাদের ত্রাণ সহায়তা প্রয়োজন। এমন মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম। খবর রয়টার্সের।
বুধবার (১ মার্চ) বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করেন তিনি। এ সময় হতাশা জানিয়ে বলেন, সিরিয়ার জনগণ ভয়াবহ দুর্ভোগের মধ্যে দিন পার করছে। যত দ্রুত সম্ভব সেখানে ত্রান সরবরাহ বাড়াতে হবে। এ জন্য দ্রুত ৪০ কোটি ডলার সহায়তা প্রয়োজন। ত্রাণ সরবরাহ বাড়াতে কর্তৃপক্ষকে আরো বেশি ক্রসিং খোলার আহ্বান জানান। আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোর প্রতি তাগিদ দেন ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহে।
আধানম আরও বলেন, ভূমিকম্পে বিপর্যস্ত এলাকাগুলো আমি পরিদর্শন করেছি। সিরিয়ার মানুষ চরম সংকটে রয়েছেন। একদিকে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা হওয়ায় নেই আন্তর্জাতিক সহায়তা। তারওপর প্রাকৃতিক দুর্যোগ, ফলে সেখানকার বাসিন্দারা রীতিমতো নরক যন্ত্রণা ভোগ করছেন। সেখানে এখনই জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন।
এটিএম/
Leave a reply