কোভিডের উৎপত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যের কড়া জবাব দিলো চীন

|

এফবিআইয়ের ডিরেক্টর ক্রিস্টোফার রে ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

কোভিডের উৎপত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যের বেশ কড়া জবাব দিয়েছে চীন। বেইজিংয়ের দাবি, রাজনৈতিক বিরোধিতার জেরেই চীনের ল্যাব থেকে করোনা ছড়িয়েছে বলে অভিযোগ করছে যুক্তরাষ্ট্র। খবর ফক্স নিউজের।

বৃহস্পতিবার (২ মার্চ) রাজধানী বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এমন দাবি করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সেই সাথে, বিভ্রান্তি না ছড়িয়ে সুনির্দিষ্ট গবেষণার আহ্বানও জানান তিনি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, কোভিড নিয়ে গবেষণা তো এফবিআইয়ের ইস্যু নয়। এ দায়িত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকদের। একটি গোয়েন্দা সংগঠন কীভাবে বিজ্ঞান বিষয়ে মন্তব্য করে? তাদের এমন মন্তব্য চীনের জন্য মানহানিকর। যুক্তরাষ্ট্রের উচিত মহামারীর মতো জটিল একটি বিষয়েকে রাজনীতিকরণ না করা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply