‘সন্ত্রাসী কর্মকাণ্ড না হলে আরও ভোট পেতাম’

|

সন্ত্রাসী কর্মকাণ্ড না হলে ধানের শীষ আরও ভোট পেতো বলে মন্তব্য করেছেন সিলেট সিটি নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। বিজয়ী হলে সবাইকে নিয়ে সিলেটের উন্নয়ন করা হবে বলে প্রত্যয় জানান তিনি।

আরিফুল হক আশ্বাস দেন যে, সিলেটে ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতি বজায় থাকবে।

এদিকে সিলেটে ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রের বেসরকারি ফল ঘোষণা হয়েছে। ধানের শীষ প্রতীকে ৯০,৪৯৬ ভোট পেয়ে  এগিয়ে আরিফুল হক চৌধুরী। আওয়ামী লীগের বদর উদ্দিন আহমদ কামরান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৮৫,৮৭০ ভোট। ভোটের ব্যবধান ৪৬২৬। স্থগিত দুই কেন্দ্রে মোট ভোট ৪৭৮৭টি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply