আম-লিচুর জেলা দিনাজপুরের হাজারও বাগান ভরে উঠেছে মুকুলে

|

আম-লিচুতে ভরপুর জেলার নাম দিনাজপুর। বছর ঘুরে আবারও এসেছে সেই আম-লিচুর মৌসুম। জেলার হাজার হাজার গাছে শোভা পেতে শুরু করেছে মুকুল। দিনরাত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে বাগানীরা, মুকুল দেখে বাম্পার ফলনের আশা করছে সংশ্লিষ্টরা।

বিস্তীর্ণ বাগানজুড়েই আম ও লিচু গাছ। প্রায় প্রতিটি গাছেই শোভা পাচ্ছে মুকুল। পরিচর্যায় ব্যস্ত বাগানীরা। একজন বাগানী বললেন, প্রতিবছরই গাছে ফুল আসলে কীটনাশক ব্যবহার করি যাতে পোকা ফুল নষ্ট করতে না পারে। আশা করি এবার ফলন ভাল আসবে।

দিনাজপুরের সুমিষ্ট আম ও লিচুর খ্যাতি দেশ-বিদেশে। গত দুই দশকে উত্তরের এ জেলাসহ আশপাশের অঞ্চলে কয়েক হাজার আম ও লিচুর বাগান গড়ে উঠেছে। প্রতি বছরের মতো এসব বাগানে এবারও চলছে আবাদ। ভরপুর ফলনের আশা চাষীদের।

আরেক বাগানীর প্রত্যাশা, ঝড়-বৃষ্টি যদি না হয় তাহলে এবার বাম্পার ফলনের সম্ভাবনা আছে।

কৃষি কর্মকর্তা জানালেন, গত মৌসুমে এ অঞ্চলে চায়না থ্রি লিচুর ফলনে বিপর্যয় হয়েছিলো। প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এবার ভাল ফলনের আশা রয়েছে। আমরা জেলা পর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিক বিষয়টি মনিটর করছি। কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি।

প্রসঙ্গত, চলতি মৌসুমে জেলার সাড়ে পাঁচ হাজার হেক্টর জমিতে লিচু ও ছয় হাজার হেক্টর জমিতে হয়েছে আমের আবাদ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply