রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং আদালতের নির্দেশেই প্রকাশ করা হয়েছে আসামের নাগরিকত্ব তালিকা। এমনটি জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় দূতাবাস। এনআরসি প্রসঙ্গে দেয়া এক বিবৃতিতে এই মন্তব্য করা হয়।
যাতে বলা হয়, নাগরিকত্ব তালিকা প্রকাশ সরকারি কোনো সিদ্ধান্ত নয়। বরং আদালতের রায় বাস্তবায়ন করতেই এটি প্রকাশ করা হয়েছে। সেই রায় বাস্তবায়নের অংশ হিসেবেই কেন্দ্রীয় এবং আসাম রাজ্য সরকার কাজ করছে। বাদ পড়া বাসিন্দারা নাম তালিকাভুক্ত করার সুযোগ পাবেন বলেও বিবৃতিতে জানানো হয়।
Leave a reply