সল্টকে বিদায় করলেন তাসকিন

|

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেয় দুই ইংলিশ ওপেনার ফিল সল্ট ও জেসন রয়। কিন্তু ম্যাচের সপ্তম ওভারে তাসকিন আহমেদের গতির কাছে পরাস্ত হন সল্ট।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (৩ মার্চ) দুপুর ১২টায় খেলাটি শুরু হয়। ইংল্যান্ড প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি দুই স্পিনার সাকিব আল হাসান ও তাইজুল ইসলামকে দেখেশুনে খেলতে থাকে। তবে ইনিংসের সপ্তম ওভারে তাসকিন আহমেদের বলে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন সল্ট। স্লিপে থাকা শান্ত দুর্দান্তভাবে লুফে নেন ক্যাচটি। মাত্র ৭ রান করে আউট হন সল্ট। অপরপ্রান্তে, রয় ঠিকই বাংলাদেশী বোলারদের উপর চড়াও হয়ে একের পর এক বাউন্ডারি হাঁকাচ্ছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৪৭ রান। দুই অপরাজিত ব্যাটার রয় ৩৫ ও ডাভিড মালান ৫ রানে ব্যাট করছেন।

অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে বাংলাদেশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম।

ইংল্যান্ড একাদশে দুই পরিবর্তন

জফরা আর্চার ও ক্রিস ওকসের পরিবর্তে একাদশে হয়েছে সাকিব মাহমুদ ও স্যাম কারেন। 

একাদশে যারা, জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, মঈন আলী, স্যাম কারেন, আদিল রশিদ, সাকিব মাহমুদ ও মার্ক উড।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply