বোলিংয়ে এসেই মালানকে ফেরালেন মিরাজ

|

ছবি: সংগৃহীত

ফিল সল্ট আউট হওয়ার পর থেকেই প্রতিরোধ গড়ে তোলেন জেসন রয় ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ডাভিড মালান। কিন্তু ম্যাচের ১৬তম ওভারে প্রথমবারের মতো আক্রমণে এসেই অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ তার তৃতীয় বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মালানকে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাঁচা-মরার ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি দুই স্পিনার সাকিব আল হাসান ও তাইজুল ইসলামকে দেখেশুনে খেলতে থাকে। তবে ইনিংসের সপ্তম ওভারে তাসকিন আহমেদের বলে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন সল্ট। স্লিপে থাকা শান্ত দুর্দান্তভাবে লুফে নেন ক্যাচটি। মাত্র ৭ রান করে আউট হন সল্ট।

সল্টের বিদায়ের পর প্রতিরোধ গড়েন রয় ও মালান। দুইজনের জুটিতে আসে ৫৮ রান। দলীয় ৮৩ রানের মাথায় মিরাজের শিকার হন মালান। ব্যক্তিগত ১১ রান করে আউট হন এই ইংলিশ ব্যাটার। তবে অন্যপ্রান্তে, ঠিকই অর্ধশতক তুলে নিয়েছেন ডেঞ্জারম্যান রয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১৯ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে ৯২ রান। দুই অপরাজিত ব্যাটার রয় ৬৬ ও ভিন্স ব্যাট করছেন ৩ রান নিয়ে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply