রোনালদিনহোর ছেলেও এখন বার্সার ফুটবলার

|

ছবি: সংগৃহীত

বার্সেলোনা পেয়ে গেছে তাদের নতুন রোনালদিনহোকে! ব্রাজিলিয়ান এই কিংবদন্তির ছেলে হোয়াও মেন্ডেসের বয়স ১৮ পেরিয়ে গেছে গত ২৫ ফেব্রুয়ারি। এরপরই আনুষ্ঠানিকভাবে তাকে ক্লাবে সাইন করিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। গত বৃহস্পতিবার (২ মার্চ) হোয়াও মেন্ডেসকে নিজেদের ক্লাবের খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে বার্সেলোনা। খবর গোল ডটকমের।

গত জানুয়ারি থেকেই বার্সায় ট্রায়াল দেয়া শুরু করেন রোনালদিনহোর ছেলে হোয়াও মেন্ডেস। এবার ক্লাবটির বিখ্যাত একাডেমি লা মাসিয়াতে প্রশিক্ষণ নেয়া শুরু করবেন তিনি। ভাস্কো দা গামা ও বোয়াভিস্তায় খেলার আগে ফ্ল্যামেঙ্গোতে ক্যারিয়ার শুরু করেন মেন্ডেস। ২০১৯ সালে ক্রুজেইরোর স্কাউটকে মুগ্ধ করেন এই রোনালদিনহো জুনিয়র। সেখানে ৬ বছরের চুক্তি করলেও ৩ বছর শেষ হওয়ার পর চুক্তি ভেঙে দেয়ার সিদ্ধান্ত নেন এই তরুণ ফুটবলার। তারপর বার্সায় গিয়ে ট্রায়াল শেষ করার পর অবশেষে অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় হিসেবে তালিকাবদ্ধ হলেন মেন্ডেস।

কিংবদন্তি বাবার পদাঙ্ক অনুসরণ করতে চান হোয়াও মেন্ডেস। বার্সায় জার্সি গায়ে রোনালদিনহো কেবল দুইটি লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ শিরোপাই জেতেননি, নিজ পায়ের জাদুতে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন পুরো বিশ্বকে। হয়েছিলেন ব্যালন ডি’অর জয়ী।

তবে, বিখ্যাত বাবার ছেলে হিসেবে যে বাড়তি চাপে থাকতে হতে পারে মেন্ডেসকে, এমনটি মনে করিয়ে দিয়েছেন বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা। মুন্ডো দেপোর্তিভোর কাছে তিনি বলেছেন, এই ছেলের কাঁধে যে চাপ সেটা বেশ বড়। কারণ, রোনালদিনহো ছিল ইতিহাসেরই অন্যতম সেরা ফুটবলার। তবে বার্সার কোচদের দায়িত্ব হচ্ছে মেন্ডেসের প্রতিভার বিকাশ ঘটানো।

আরও পড়ুন: ন্যু ক্যাম্পে এভাবে রক্ষণ সামলাতে পারবে না বার্সা: আনচেলত্তি

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply