জাপোরিঝিয়ায় রাশিয়ার মিসাইল হামলা, নিহত অন্তত ৪

|

ছবি: সংগৃহীত

রুশ ভূখণ্ডে হামলা নিয়ে উত্তেজনার মাঝেই ইউক্রেনে হামলা জোরদার করেছে পুতিন প্রশাসন। বৃহস্পতিবার (২ মার্চ) জাপোরিঝিয়ায় বেসামরিক ভবনে মিসাইল হামলা চালায় মস্কো। এতে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৪ জন। গুরুতর আহত আরও ৮ জন। রয়টার্সের খবর।

ইউক্রেন দাবি করেছে, সামরিক, বেসামরিক স্থাপনা এবং বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালাচ্ছে রুশ সেনারা। গেলো ২৪ ঘণ্টায় ১৭০টি হামলা প্রতিহতের কথা জানিয়েছে সেনারা।

এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল বাখমুতে রাশিয়ার জোরালো হামলায় কঠিন সময় পার করছে ইউক্রেনের ফ্রন্টলাইনের সেনারা। ক্রমেই অঞ্চলটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে দখলদাররা। তিনদিক থেকে শহরটিকে ঘিরে ফেলার কথা নিশ্চিত করেছে কিয়েভ। মিসাইল হামলার আতঙ্কে এলাকা ছাড়ছেন বাসিন্দারা। তবে এখনও রণক্ষেত্রে তাদের মোকাবেলা করছে ইউক্রেনীয় সেনারা।

আরও পড়ুন: রুশ ভূখণ্ডে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছে ইউক্রেন সেনারা, দাবি মস্কোর

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply