দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের দাফন সম্পন্ন হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত ইসমাইল হোসেন, রাজু আহমেদ, মোস্তফা কামাল ও আবুল হোসেনের মরদেহ বৃহস্পতিবার (২ মার্চ) রাতে দেশে আনা হয়।
শুক্রবার সকালে জানাজা শেষে ফেনীর নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মরদেহ বাড়িতে নেয়ার পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। ভিড় জমান স্বজন-প্রতিবেশিরা। শোকের ছায়া ছড়িয়ে যায় সমগ্র এলাকাজুড়ে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার নবিউফোর্ট ওয়েস্ট শহরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৫ বাংলাদেশি নিহত হন। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের। বর্তমানে আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন একজন। নিহত ৬ জনের মধ্যে ১০ বছরের শিশু নাদিম হাসানের মরদেহ দক্ষিণ আফ্রিকাতেই দাফন করা হয়। নাদিম সেখানেই জন্মগ্রহণ করেন। নিহত আনিসুল হক মিলনের মরদেহ দেশে আনতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।
/এম ই
Leave a reply