Site icon Jamuna Television

ফটো সাংবাদিকদের ওপর বিরক্ত হয়ে সাইফ বললেন, ‘বেডরুমে চলে আসুন’

তারকাদের নিয়ে ফটো সাংবাদিকদের আগ্রহের শেষ নেই। কখনও প্রকাশ্যে আবার কখনও লুকিয়ে পিছু নেন তারকাদের। উদ্দেশ্য একটাই, তারকাদের হাড়ির খবর বের করা।

কিছুদিন আগেও আলিয়া ভাটের বাড়ির ওপর নজরদারি করেছিল দুই ফটো সাংবাদিক। এতে বেশ বিরক্তিও প্রকাশ করেন অভিনেত্রী। তবে এবার সাইফ আলি খান সাংবাদিকদের ওপর বিরক্ত হয়ে বললেন, আমাদের বেডরুমে চলে আসুন। খবর হিন্দুস্তান টাইমস’র।

বৃহস্পতিবার (২ মার্চ) রাতে মালাইকা অরোরার মা জয়েস অরোরার জন্মদিনে গিয়েছিলেন সাইফ-কারিনা। সেখানেই পাপারাজ্জিদের প্রতি নিজের বিরক্তি প্রকাশ করেন ছোট নবাব।

এর আগেও পাপারাজ্জিদের কাণ্ডে সাইফের বিরক্তি দেখা গেছে। এবার যেন সেটি সরাসরি বলেই ফেললেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাইফের হাত ধরে যাচ্ছিলেন কারিনা। আর পিছু পিছু যাচ্ছিলেন ফটো সাংবাদিকরা। আর এতেই চটে যান সাইফ। বলে ওঠেন, ‘এক কাজ করুন, আমাদের বেডরুমে চলে আসুন’।

এটিএম/

Exit mobile version