ফাইনালের লড়াই এখনও শেষ হয়নি: জাভি

|

ছবি: সংগৃহীত

কোপা দেলরে’র সেমিফাইনালের প্রথম লেগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। রিয়াল ও ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও এর আত্মঘাতী গোলে জয় পায় বার্সা। তবে রিয়ালের মাঠে জয় পেলেও ফাইনালের লড়াই এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ।

নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে একের পর এক আক্রমণ শাণালেও সুবিধা করতে পারেনি রিয়াল। বার্সেলোনার জমাট রক্ষণে প্রতিহত হয় তাদের সব প্রচেষ্টা। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও অবশ্য যথেষ্ট কার্যকর হতে পারেনি রিয়াল মাদ্রিদ। গোটা ম্যাচে লক্ষ্যে একটি শটও নিতে পারেনি তারা। 

ম্যাচের ফল ও অনেক কিছু নিয়ে সন্তোষ প্রকাশ করলেও জাভি মনে করিয়ে দিয়েছেন ন্যু ক্যাম্পের পরবর্তী লড়াইয়ের কথা। তিনি বলেন, সত্যি বলতে রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। হাই প্রেসিং ফুটবলে চাপে রেখেছে আমাদের। তবে আমরা খুব ভালো ভাবে রক্ষণ সামলেছি, দল হিসেবে পারফর্ম করেছি। ম্যাচটা ড্রও হতে পারতো। তবে বল দখলে রাখতে আরও কাজ করতে হবে আমাদের। ফাইনালের লড়াই শেষ হয়নি এখনও।

দ্বিতীয় লেগের ম্যাচ আগামী ৫ এপ্রিল বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত হবে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply