৫ সন্তানকে হত্যার ১৬ বছর পর মায়ের স্বেচ্ছামৃত্যু

|

ছবি: সংগৃহীত

নিজের পাঁচ সন্তানকে হত্যার ১৬ বছর পর স্বেচ্ছায় মৃত্যুবরণ করলেন বেলজিয়ামের এক নারী। জেনেভিয়েভ লেরমিত নামের ওই নারীর অনুরোধের পরিপ্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি যন্ত্রণা মুক্তভাবে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। খবর ফ্রান্স২৪।

লেরমিতের ৫৬ বছর বয়সী আইনজীবী নিকোলাস কোহেন বলেন, তার মক্কেল স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছেন।

প্রতিবেদনে বলা হয়, ২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি জেনেভিয়েভ লেরমিত ছুরি দিয়ে তার এক ছেলে ও চার মেয়েকে গলা কেটে হত্যা করেন। এরপর তিনি আত্মহত্যার চেষ্টা করেন। তবে তার সে চেষ্টা ব্যর্থ হয়। জেনেভিয়েভে লেরমিতকে ২০০৮ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। ২০১৯ সালে তাকে মানসিক হাসপাতালে নেয়া হয়।

বেলজিয়ামের আইন অনুযায়ী, যেসব মানুষ অসহনীয় রকমের মানসিক বা শারীরিক যন্ত্রণায় ভুগছেন এবং যা দুরারোগ্য, তারা চাইলে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারবেন। ওই ব্যক্তিকে সচেতনভাবে সে সিদ্ধান্ত নিতে হয়।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply