ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত রাবি শিক্ষার্থী

|

আহত জায়েদ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাজশাহী ব্যুরো:

ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম মোহাম্মদ জায়েদ। তিনি বাংলা বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত বলে জানা গেছে।

শুক্রবার (৩ মার্চ) রাত ৮টার দিকে ক্যাম্পাসস্থ চারুকলা অনুষদের পাশে এ ঘটনা ঘটে। আহত জায়েদ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় চারুকলা অনুষদের পাশের রাস্তায় হাঁটতে যান জায়েদ। পথিমধ্যে তাকে একা পেয়ে ঘিরে ধরে ৬-৭ জন ছিনতাইকারী। এসময় তার কাছে থাকা নগদ ৫০০ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এসময় তার মুঠোফোনটি দিতে রাজি না হলে তাকে উপর্যপুরি আঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নাহিদুজ্জামান বলেন, আহত শিক্ষার্থী শঙ্কামুক্ত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply