এখনও যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরী করছে উত্তর কোরিয়া। সোমবার মার্কিন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা এ তথ্য জানান।
বার্তা সংস্থা রয়টার্স এবং মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট জানায়, মার্কিন স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য ও ইনফ্রারেড ছবি বিশ্লেষণ করেছেন গোয়েন্দারা। তাতে স্পষ্ট, এখনও তৎপর সানুমডং পরমাণু কেন্দ্র। এমনকি ভারী যন্ত্রাংশবাহী ট্রাক ঢুকছে কারখানাটিতে। তরল জ্বালানি নির্ভর একাধিক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরী হচ্ছে এমনটাই সন্দেহ গোয়েন্দাদের।
তবে, ক্ষেপণাস্ত্র তৈরীর কাজ কতোটা এগিয়েছে সে তথ্য অস্পষ্ট। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আজ মঙ্গলবার সীমান্ত শহর পানমুনজামে বৈঠক করছেন দুই কোরিয়ার শীর্ষ সেনা কর্মকর্তারা। সেখানে এপ্রিলে রাষ্ট্রপ্রধানদের বৈঠকে হওয়া সিদ্ধান্ত কার্যকর এবং পারমাণবিক ইস্যু ছাড়া অন্যান্য সামরিক কর্মকাণ্ডের বিষয়ে আলোচনা হচ্ছে।
যমুনা অনলাইন: কেআর
Leave a reply