৩৫ সদস্যের দল ঘোষণা করলো আর্জেন্টিনা

|

ছবি: সংগৃহীত

পানামা ও কুরকাওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ৩৫ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। প্রাথমিক দলে ডাক পেয়েছেন গার্নাচো, প্যারোন ও বুনোনাত্তেরা।

বড় চমক হয়ে স্কালোনির দলে জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা ১৭ বছর বয়সী আলেসান্দ্রো গার্নাচো। এছাড়াও লাউতারো ব্লাঙ্কো, নিহুয়েন পেরেজ, ফাকুন্দো বুনানোত্তে, জিওবানি লো সেলসো, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও নিকোলাস গঞ্জালেস আছেন স্কোয়াডে। বিশ্বকাপজয়ী দলের ২৬ সদস্যই আছেন ক্যাম্পে। লিওনেল মেসির নেতৃত্বেই প্রীতি ম্যাচে নামার কথা রয়েছে আলবিসেলেস্তেদের।

প্রসঙ্গত, বিশ্বকাপ জয়ের পর আগামী ২৩ মার্চ প্রথমবারের মতো মাঠে নামছে আর্জেন্টিনা। পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন বছর শুরু করবে মেসির দল। এরপর ২৮ মার্চ আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ কুরাকাও।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply