প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া

|

এবিসি নিউজ থেকে সংগৃহীত ছবি।

সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল আলবেনিয়া। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী ইদি রামার পদত্যাগের দাবিতে রাজধানী তিরানায় আবারো প্রতিবাদ কর্মসূচী করে বিক্ষোভকারীরা। এদিন, দেশটির সরকারি ভবনের সামনে জড়ো হন হাজারো আন্দোলনকারী। দিতে থাকেন সরকার বিরোধী স্লোগান। খবর আলবেনিয়ান ডেইলি নিউজের।

বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারের দুর্নীতির কারণেই অর্থনৈতিক সংকটে আলবেনিয়া। নেমে এসেছে চরম দারিদ্র। কর্মসংস্থানের অভাবে বাধ্য হয়ে তরুণদের ছাড়তে হচ্ছে দেশ। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করে রাখে নিরাপত্তাবাহিনী। কিন্তু বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবেই আন্দোলন করে।

প্রসঙ্গত, বর্তমানে তৃতীয় মেয়াদে নির্বাচিত হন আলবেনিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ইদি রামা। কিন্তু অনেকদিন ধরেই দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে সাবেক এক এফবিআই কর্মকর্তাকে ঘুষ দেয়ার অভিযোগও রয়েছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply