‘সেভিং প্রাইভেট রায়ান’ খ্যাত টম সিজমোর আর নেই

|

জনপ্রিয় হলিউড অভিনেতা টম সিজমোর মারা গেছেন। অভিনেতার সহকারী এ তথ্য সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। তার বয়স হয়েছিল ৬১ বছর। খবর বিবিসির।

শুক্রবার (৩ মার্চ) ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। মস্তিস্কে জটিলতার কারণে গত ১৮ ফেব্রুয়ারি থেকেই কোমায় ছিলেন সিজমোর। তবে শেষ রক্ষা হলো না। তার মৃত্যুতে শতশত ভক্ত তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

‘৯০ এর দশকে প্রথম জনপ্রিয়তা পান সিজমোর। এ সময় বিভিন্ন ছবিতে সেনা সদস্য, পুলিশ কিংবা অপরাধীর চরিত্রে তাকে দিব্যি পছন্দ করতে শুরু করে দর্শকরা। সেভিং প্রাইভেট রায়ান বাদেও ব্ল্যাক হক ডাউন, ন্যাচারাল বর্ন কিলার, পার্ল হারবার এবং হিটের মতো ছবিতে তার অনবদ্য অভিনয়ে মুগ্ধ দর্শক।

তবে ব্যক্তিজীবনে বেশ বিতর্কিত হয়েছেন টম সিজমোর। মাদকাসক্ত ছিলেন তিনি। নির্যাতনের অভিযোগে একাধিকবার জেলও খেটেছেন। তবে এসব তার জনপ্রিয়তাকে বিন্দুমাত্র প্রভাবিত করেনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply