আবারও অভিবাসন প্রত্যাশীদের বড় একটি দলকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। শুক্রবার (৩ মার্চ) সিসিলি উপকূল থেকে উদ্ধার করা হয় ২১১ জনকে। খবর রয়টার্সের।
ইতালিয়ান কোস্টগার্ড জানিয়েছে, একটি মাছ ধরার নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিল উদ্ধারকৃত অভিবাসন প্রার্থীরা। উত্তাল সাগর ও খারাপ আবহাওয়ায় বিপদে পড়ে যায় তারা। শুক্রবার রাতে সিসিলি থেকে ১৫ মাইল দূরে নৌকাটিকে শনাক্ত করে কোস্টগার্ড সদস্যরা। দু’টি টহল নৌকা নিয়ে পরিচালিত অভিযানে উদ্ধার করা হয় ওই অভিবাসন প্রত্যাশীদের। তাদের জাতীয়তা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।
প্রসঙ্গত, চলতি বছর অঞ্চলটি থেকে প্রায় ৯ হাজার অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহেও ইতালি উপকূলে পাথরের সাথে ধাক্কা খেয়ে ভেঙে যায় একটি নৌকা। এতে মৃত্যু হয় ৬৮ জনের। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ইতালি।
/এসএইচ
Leave a reply