অবশেষে হারলো নাপোলি

|

ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে নাপোলিকে রুখে দেয়াটা বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে প্রতিপক্ষ দলগুলোর জন্য। তবে দুর্বার গতিতে ছুটে চলা ইতালিয়ান জায়ান্টদের অবশেষে জয়রথ থামলো। ইতালিয়ান সিরি আ’তে ঘরের মাঠে লাজিওর কাছে হেরেছে ক্লাবটি। ৮ ম্যাচ পর হারের মুখ দেখতে হয়েছে লুসিয়ানো স্পালোত্তির শিষ্যদের।

নিজেদের মাঠ স্তাদিও ডিয়াগো আর্মান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে লাজিওকে আতিথ্য দেয় নাপোলি। ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আধিপত্য বিস্তার করে খেলে ইতালিয়ান ক্লাবটি। মধ্যমাঠের আক্রমণগুলো গোছানো হলেও অ্যাটাকিং থার্ডে গিয়ে অসিমহেনের মামুলি ভুলে বারবার খেই হারাচ্ছিল নাপোলি। যদিও স্বপ্নের মতো ম্যাচের শুরু করেছিল লাজিও, মিডফিল্ডার আলবার্তোর শট গোল লাইনের উপর থেকে ক্লিয়ার করেন নাপোলি রাইট ব্যাক ডি লরেঞ্জো। সময় গড়ানোর সাথে সাথে আক্রমণের ধার বাড়াতে থাকে নাপোলি। প্রথমার্ধে মুহূর্মুহূ আক্রমণ শানালেও গোল করতে ব্যর্থ হয় স্বাগতিকরা। গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধেও লাজিও রক্ষণের উপর একের পর এক আক্রমণ শানাতে থাকে নাপোলি। ম্যাচের ৪৮ মিনিটে ডি বক্সের মধ্যে ফাঁকা বল পেয়েও গোল করতে ব্যর্থ হন অসিমহেন। উল্টো, ম্যাচের ৬৭ মিনিটে মাতিয়াস ভাসিনোর দুর্দান্ত গোলে লিড পায় সফরকারীরা। গোল খেয়ে মরিয়া হয়ে খেলতে থাকে স্বাগতিকরা। ম্যাচের ৭৯ মিনিটে নাপোলির হয়ে সবচেয়ে সহজ সুযোগ মিস করেন খাভিচা কাভারাসখেলিয়া। এই ফরোয়ার্ডের শট পোস্টে লেগে ফিরে আসে।

ম্যাচের যোগ করা সময়ে দ্বিতীয়বারের মতো এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল লাজিও। মিডফিল্ডার মিলিঙ্কোভিচ সাভিচের ফ্রিকিক গোলপোস্টে লেগে ফিরে আসলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। এই জয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে উঠে এসেছে লাজিও। অন্যদিকে, ২৫ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে নাপোলি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply