সাত দিনের শিশুকে অপহরণ করে মুক্তিপণের দাবি। তবে শেষ রক্ষা হলো না। র্যাবের হতে ধরা পড়ল সেই অপহরণকারী দম্পতি।
শনিবার (৪ মার্চ) দুপুরে কাওরান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, অপহরণের চারদিনের মধ্যে শিশুটিকে উদ্ধার করা হয়। গ্রেফতার রুবেল একাধিক বিয়ে করেছে। সে গার্মেন্টস ও রাজমিস্ত্রির কাজ করত। পরিকল্পনার অংশ হিসেবে কয়েক মাস আগে সে ভুক্তভোগী পরিবারের সাথে সক্ষতা তৈরি করে। এরপর গত মাসের ২৬ তারিখ ভুক্তভোগীর বাসায় গিয়ে শিশুটিকে অপহরণ করেন। পরে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে না পারলে শিশুটিকে হত্যার হুমকিও দেয় তারা।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আরও জানান, র্যাব অভিযান চালিয়ে অপহরণকারী দম্পতিকে যশোরের অভয়নগর থেকে গ্রেফতার করেছে। গ্রেফতার রুবেলের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের আরও বেশ কয়েকটি মামলা আছে বলেও জানায় র্যাব।
আরও পড়ুন: রাজধানীর দুর্ধর্ষ চোর জ্যাক-জামাল গ্রেফতার, ৭ বছরে দেড় শতাধিক চুরি
/এম ই
Leave a reply