দোষীদের বিচারের আশ্বাস, রাস্তা থেকে সরে যাওয়ার আহ্বান

|

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাস চাপায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা দুঃখজনক। সরকার এই ঘটনায় মর্মাহত। আজ মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

দোষীদের দৃষ্টান্তমূলক সাজার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের রাস্তা অবরোধের মতো কর্মসূচি থেকে সরে আসতে হবে।

আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, জড়িত দোষীদের বিচার হবে, শাস্তিও হবে। কোমলমতি ছাত্রছাত্রীদের কাছে আমি অনুরোধ করব- প্লিজ তোমরা শান্ত হও, ক্লাসে যাও।

গত রোববার জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। দুই বাসের রেষারেষিতে ঘটা এই হত্যার ঘটনার প্রতিবাদে গত দুদিন ধরেই রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ চালিয়ে আসছে। বিমানবন্দর সড়কে আজকের অবরোধে পুলিশ বাধা দিলে তা সহিংসতায় রূপ নেয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply