অনলাইনে জুয়া খেলার অভিযোগে চাঁদা আদায়কালে সাতক্ষীরায় পুলিশ কর্মকর্তাসহ আটক ৫

|

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার আশাশুনিতে অনলাইন জুয়া খেলার অভিযোগে চাঁদা আদায়কালে পুলিশের এসএসআই রুবেলসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ মার্চ) বেলা ১২টার দিকে এদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে থানায়।

আটককৃতরা হলেন, আশাশুনির গদাইপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে রুবেল হোসেন (২৯), পিরোজপুর সদর থানার পান্তাডুবি গ্রামের রহম আলী শেখের ছেলে মনির হোসেন (৩৫), আনোয়ার শিকদারের ছেলে সোহেল শিকদার (৩৩), পূর্ব শিকারপুর গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩২)ও পিরোজপুর জেলার চরলোহারকাটি গ্রামের ইউনুচ মৃধার ছেলে আবুল কালাম (৩৫)। রওশন মোল্লার ছেলে। এরমধ্যে রুবেল হোসেন পিরোজপুর সদর থানার এএসআই পদে কর্মরত।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম জানান, অনলাইনে জুয়া খেলেন দাবি করে আশাশুনির কল্যাণপুর গ্রামের আশিকুর রহমানের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে পুলিশের এএসআই রুবেল হোসেনসহ অন্যরা। সেই টাকা নিতে এসেছিল তারা। শুক্রবার রাতে চাঁদার টাকা নিতে আসলে গ্রামবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় আশিকুর রহমান ছয়জনকে আসামি করে একটি মামলা দিয়েছেন। সেই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, মামলার অপর আসামি আশাশুনির কল্যাণপুর গ্রামের নজরুল ইসলাম পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করছে অভিযান চলছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply