আওয়ামী লীগ সরকার মানুষের সেবার জন্য কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনা সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলিল লেখক সমিতির জাতীয় কাউন্সিলে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, দেশের ভূমি খাতকে আরও সহজ ও ডিজিটাল করতে কাজ করছে সরকার। দলিল লেখকদের জন্য ট্রেনিং ইনস্টিটিউট ও প্রতি উপজেলায় সাব রেজিস্ট্রি অফিস করার আশ্বাস দেন তিনি। জানান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। দলিল লেখকরা অপরাধ কিংবা জালিয়াতি করলে ব্যবস্থা নেবে সরকার। তবে কাউকে যেন বিনা দোষে আসামি করা না হয় সে বিষয়টি সরকার নিশ্চিত করবে।
দলিল লেখক সমিতির জাতীয় কাউন্সিলে নুর আলম ভূইয়াকে সভাপতি ও জোবায়ের আহমেদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
আরও পড়ুন: ‘বঙ্গবন্ধুকে যারা মানে না, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই’
/এম ই
Leave a reply