পুতিনের কাছে যে আহ্বান জানালেন নাভালনি কন্যা

|

আলেক্সি নাভালনির মেয়ে দাশা নাভালনায়া। ছবি : সংগৃহীত

ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করা এবং বাবাসহ দেশের সকল রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন আলেক্সি নাভালনির কন্যা দাশা নাভালনায়া। শুক্রবার (৩ মার্চ) ইরিন বার্নেটের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান। খবর সিএনএনের।

পুতিনকে নাভালনি কন্যা বলেন, যতক্ষণ না আমাদের এ দুটি লক্ষ্য অর্জিত হয়, ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই বন্ধ করবো না। আমার বাবার স্বাস্থ্যের অবস্থা ভালো না, তার বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানতেও পারি না। তিনি তার পরিবারকে ৬ মাসের বেশি সময় ধরে দেখেননি। তার স্বাস্থ্যের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে, তাই আমাদের বাবাকে মুক্তি দেয়ার আহ্বান জানাচ্ছি। এ সময় ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধেরও আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, আলেক্সি নাভালনি হলেন পুতিন সরকারের কঠোর সমালোচক। প্রতারণার মামলায় বর্তমানে তিনি কারাগারে বন্দি আছেন। রাশিয়ার একটি আদালত তাকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply