বিয়ে বাড়িতে মাংস কম পাওয়ায় বর-কনে পক্ষের সংঘর্ষে বরের বাবা নিহত

|

নীলফামারী প্রতিনিধি:

বিয়ে বাড়িতে আপ্যায়নের সময় মাংস কম পাওয়া এবং অতিরিক্ত বরযাত্রী আসা নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে মারামারিতে বরের বাবা নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ মার্চ) নীলফামারীর জলঢাকা পৌর এলাকার আমরুল বাড়ি গ্রামের এরশাদ বাজার এলাকায় ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আমরুল বাড়ি এরশাদ বাজার এলাকার আনওয়ারুল ইসলামের মেয়ে জান্নাতুলের সাথে বিয়ে ঠিক হয় রংপুরের উত্তম হাজির হাটের নুর মোহাম্মাদের ছেলে জোনাব আলীর। শুক্রবার রাতে কনের বাড়িতে ৮০জন বরযাত্রী আসার কথা থাকলেও এসেছিল প্রায় ২৫০ জন। গভীর রাতে খাওয়ার সময় মাংস কম পাওয়ায় উভয় পক্ষের মধ্যে শুরু হয় তর্কবিতর্ক। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারিতে রূপ নেয়। কনে পক্ষের লোকের বিরুদ্ধে বরের বাবাকে চেয়ার দিয়ে পেটানোর অভিযোগও উঠে। এ ঘটনায় কনের বাবা আনওয়ারুল ইসলাম ও বাবুল হোসেন নামে অপর একজনকে আটক করেছে পুলিশ।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম বলেন, বিয়ে বাড়িতে খাওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে বরের বাবা মারা যায়। এ ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply