বাংলাদেশিরা ভয়ঙ্কর, স্বেচ্ছায় আসাম না ছাড়লে গুলি করতে হবে: বিজেপি নেতা

|

আসামে গতকাল সোমবার নাগরিক তালিকা (এনআরসি) প্রকাশের পরে মুসলমান ও বাংলাভাষীদের বিরুদ্ধে ক্ষমতাসীন বিজেপি নেতাদের ঘৃণা চর্চা মাত্রা ছাড়িয়েছে। নাগরিক তালিকা থেকে বাদ পড়া ৪০ লাখ বাংলাভাষী মুসলমান ও হিন্দুকে ‘বাংলাদেশি’ বলে অভিহিত করে হায়দরাবাদের বিজেপি এমএলএ টি রাজা সিং বলেছেন, নাগরিকত্ব চলে যাওয়ার পর এরা ভারত না ছাড়লে গুলি করে তাড়াতে হবে।

রাজা সিং বলেন, ‘বাংলাদেশি আর রোহিঙ্গা মুসলমানরা ভারতের জন্য ভয়ঙ্কর বিপদ। তারা যদি স্বেচ্ছায় ভারত ছাড়তে না চায় তাহলে গুলি করে তাড়াতে হবে।’

বিজেপি প্রধান অমিত শাহ আজ মঙ্গলবার আসামের এনআরসি ইস্যুতে বিদ্বেষমূলক বক্তব্য দেয়ার পরই রাজা সিং গুলির আহ্বান জানালেন। অমিত শাহ বলেন, কংগ্রেস অতীতে নাগরিক তালিকা প্রকাশ না করে মূলত অবৈধ বাংলাদেশিদেরকে রক্ষা করতে চেয়েছিল। কিন্তু বিজেপি এসে তা করে দেখালো।’

অমিতের বক্তব্যের কয়েক ঘণ্টা পর এমএলএ রাজা সিং বলেন, ‘আমাদের দেশে বিদেশিরা থাকবে এটা কিভাবে সম্ভব? এই কীটদেরকে আমাদের দেশে রাখার কোনো প্রয়োজন নেই।’

এনডিটিভি তার বক্তব্যের ভিডিও প্রকাশ করেছে, যেখানে শোনা যাচ্ছে নরেন্দ্র মোদির দলের এই নেতা বলছেন, ‘আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি ওদেরকে (তালিকা থেকে বাদ পড়া ৪০ লাখ আসামের নাগরিককে) পাঠিয়ে দিতে। আর যদি তারা না যেতে চায় তাহলে অন্যান্য দেশে যেমন অবৈধ অভিবাসীদেরকে গুলি করা হয় তেমনভাবে বাংলাদেশি ও রোহিঙ্গাদেরকে গুলি করতে হবে।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply