ফের সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল পেরু

|

সরকার বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল পেরু। শনিবার (৪ মার্চ) প্রেসিডেন্ট দিনা বুলোয়ার্তের পদত্যাগের দাবিতে রাজপথে নামে হাজারো আন্দোলনকারী। এ সময় পুলিশের সাথে সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের। খবর ইউরো নিউজের।

শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সড়ক অবরোধ করে কয়েক হাজার আন্দোলনকারী। এ সময় বিক্ষোভকারীদের উপর টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। তবে এতে দমে যায়নি তারা। বিক্ষোভকারীরা জানায়, বুলোয়ার্তে পদত্যাগ না করা পর্যন্ত এ বিক্ষোভ জারি থাকবে।

গত বছরের ডিসেম্বরের শুরুতে সাবেক প্রসিডেন্ট পেদ্রো ক্যাস্তিলোকে অপসারণ এবং অবৈধভাবে কংগ্রেস ভেঙে দেয়ার পর থেকেই শুরু হয় বিক্ষোভ-সমাবেশ। বর্তমান সরকারের পদত্যাগ, কংগ্রেস বন্ধ, সংবিধানে পরিবর্তন, লিথিয়ামের রাষ্ট্রীয়করণ এবং ক্যাস্তিলোকে মুক্তির দাবিতে দেশজুড়ে আন্দোলন অব্যাহত রয়েছে। এ পর্যন্ত বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন প্রায় ৬০ জন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply