বার্ন ইউনিটে চিকিৎসাধীন ৫ জনের কেউ ঝুঁকিমুক্ত নন: ডা. সামন্ত লাল সেন

|

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের মুখ্য সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

সায়েন্স ল্যাব এলাকায় বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৫ জনকে শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের মুখ্য সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

রোববার (৫ মার্চ) দুপুরে চিকিৎসাধীন দগ্ধদের পর্যবেক্ষণ শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। জানান, বার্ন ইউনিটে ভর্তি ৫ জনের কেউই ঝুঁকিমুক্ত নয়। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি। চিকিৎসাধীন ৫ জনকে পর্যবেক্ষণ শেষে আইসিইউতে স্থানান্তর করা হবে বলে জানান ডা. সামন্ত লাল সেন।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের মুখ্য সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, এখানে যারা ভর্তি আছেন তাদের মধ্যে তিনজনের শরীরই ৩৮, ৪০ ও ৪১ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনেরই শ্বাসনালী পুড়ে গেছে। যখন এরকম কোনো বদ্ধ ঘরে এমন দুর্ঘটনা ঘটে তখন মানুষ শ্বাস নিতে পারে না। তখন শ্বাস নিতে গেলে শ্বাসনালী পুড়ে যায়। এক্ষেত্রেও এ ঘটনাই ঘটেছে। এই তিনজনকে আশঙ্কামুক্ত বলবো না, বাকি দুইজনের অবস্থা একটু ভালো হলেও কাউকেই ঝুঁকিমুক্ত বলা যাবে না। তবে তাদের অক্সিজেন স্যাচুরেশন একটু ভালো। আমরা পর্যবেক্ষণ করবো। যদি দরকার হয়, পরবর্তীতে আমরা আইসিইউতে নিয়ে যাবো।

উল্লেখ্য, রোববার (৫ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে হঠাৎই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় অন্তত তিনজন মারা গেছেন। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে ৩০-৩৫ জনকে। সেই সাথে, ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছেন আরও ২০ জন। এ বিস্ফোরণে দগ্ধরা হলেন- আকবর আলী (৫২), আশরাফুজ্জামান (৩৬), আশা (২৫), হাফিজুর রহমান (৩২) ও জহুর আলী।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply