চট্টগ্রাম, সায়েন্স ল্যাবের বিস্ফোরণের জন্য দায়ী সরকারি বাহিনীর ব্যর্থতা: মির্জা ফখরুল

|

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকারের দায়িত্বশীল তদারকি সংস্থার ব্যর্থতার কারণেই চট্রগ্রামে ও সায়েন্স ল্যাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৫ মার্চ) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাম গণতান্ত্রিক ঐক্যের লিয়াজো কমিটির সাথে মতবিনিময় সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে সরকার। মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। দুর্নীতি দেশের অর্থনীতিকে ফোকলা করে ফেলেছে। ভারতের আদানি গ্রুপের সাথের চুক্তিকে দেশের স্বার্থবিরোধী বলেও মন্তব্য করেন তিনি। একইসাথে চুক্তি বাতিলের দাবি জানান বিএনপি মহাসচিব। জনগণের গণতান্ত্রিক আন্দোলন ভিন্নখাতে প্রবাহিত করতেই পঞ্চগড়ে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা তৈরি করেছে সরকার। এমন অভিযোগও করেন মির্জা ফখরুল ইসলাম।

বিএনপি মহাসচিব আরও বলেন, দুর্নীতি দেশের অর্থনীতিকে ফোকলা করে ফেলেছে। আদানির সঙ্গে চুক্তি দেশের স্বার্থবিরোধী। এই চুক্তি বাতিলের দাবি জানাচ্ছি। দায়িত্বশীল সরকারি বাহিনীর ব্যর্থতার কারণেই চট্টগ্রামে, সাইন্সল্যাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর জন্য সরকার দায়ী।

আরও পড়ুন: সায়েন্স ল্যাবে বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের কারণ কী?

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply