রাজধানী দিল্লিতে বসেই আসাম ইস্যুতে ফের ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসি ইস্যুতে বিজেপি যা শুরু করেছে তা চূড়ান্তভাবে গৃহযুদ্ধ ও রক্তবন্যায় রূপান্তরিত হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
দিল্লির কনস্টিটিউশন ক্লাবে খ্রিস্টান ধর্মযাজকদের কনফারেন্সে অংশগ্রহণ করে আসামের নাগরিকপঞ্জি ইস্যু নিয়ে ফের সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র সরকারকে তুলোধনা করে তিনি বলেন, ‘স্রেফ রাজনীতির স্বার্থে ৪০ লাখ মানুষকে শরণার্থী বানানো হচ্ছে। গোটা দেশে দমনপীড়ন চালাচ্ছে একটি দল। আসামে কী হচ্ছে এসব? বছরের পর যারা এ দেশে রয়েছেন, তাঁদের তাড়িয়ে দেওয়া হচ্ছে।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি বিভেদের রাজনীতি করছে। বাংলায় এসব হতে দেব না।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেন, ‘প্রাক্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলি আহমেদের নামও বাদ দেওয়া হয়েছে। খ্রিস্টান হলে, মুসলিম হলেই নাম বাদ। কে আসামে থাকবে আর কে থাকবেন না তা ঠিক করার ওরা কারা? যারা ক্ষমতাসীন দলের সমর্থক, শুধু তারাই থাকবেন? আর অন্যরা থাকবেন না?’
তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিরোধীরা যেখানে ‘ক্ষমতায় আছে, সেখানে এসব করতে দেওয়া হবে না।’
Leave a reply