লেভানদোভস্কি-পেদ্রি-গাভিকে ছাড়াই রাতে মাঠে নামছে বার্সেলোনা

|

ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে উয়েফা ইউরোপা লিগ থেকেও বিদায় নেয় বার্সেলোনা। তবে স্প্যানিশ লা লিগায় রীতিমতো উড়ছে বার্সেলোনা। কিন্তু শেষ ম্যাচে আলমেরিয়ার কাছে হেরে হোঁচট খায় কাতালোনিয়ার জায়ান্টরা। সেই ক্ষত ভুলতে আজ রাতে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

নিজেদের ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে ভ্যালেন্সিয়াকে আতিথ্য জানাবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার (৫ মার্চ) রাত সোয়া নয়টায়। ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামার আগে বেশ ভুগতে হবে কাতালানদের। এই ম্যাচে ইনজুরির কারণে স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি, ফরোয়ার্ড দেম্বেলে, মিডফিল্ডার পেদ্রি এবং কার্ড জনিত সমস্যা থাকায় দলের আরেক মিডফিল্ডার গাভির সার্ভিস পাচ্ছেন না জাভির দলটি। তাইতো রাফিনহা, ফেরান তোরেসের ওপর আস্থা রাখছেন এই স্প্যানিশ কোচ।

২৩ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply