Site icon Jamuna Television

সেপ্টেম্বরের মধ্যেই ৫ সিটির নির্বাচন: ইসি আলমগীর

ফাইল ছবি।

সেপ্টেম্বরের মধ্যেই গাজীপুর, খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের ভোট শেষ করার পরিকল্পনা করেছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। আর জুনের মধ্যেই গাজীপুরসহ দুই সিটির ভোট করতে চায় সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

রোববার (৫ মার্চ) দুপুরে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। বলেন, জাতীয় নির্বাচনের আগেই পাঁচ সিটি কর্পোরেশনের ভোট শেষ করতে চায় কমিশন।

তিনি বলেন, দুই ধাপে হবে পাঁচ সিটির ভোট। নিয়ম অনুযায়ী মেয়াদ শেষের আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে মার্চ থেকে শুরু হচ্ছে গাজীপুরের ক্ষণ গণনা।

সিটি ভোটগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার আগ্রহ আছে জানিয়ে এই কমিশনার বলেন, এটা ডিপেন্ড করবে। নতুন ইভিএম আসে নাই। ইভিএমগুলোর ব্যাটারির মেয়াদ শেষ হয়ে গেছে ব্যাটারি রিপ্লেসমেন্ট করতে হবে। সার্ভিসিং করাতে হবে। সে জন্য টাকা লাগবে। সার্ভিসিং করিয়ে যদি সচল করতে পারি তার ওপরে নির্ভর করবে কতগুলো ইভিএম ব্যবহার করবো। তবে কমিশনের ইচ্ছা ইভিএমে করা।

ইউএইচ/

Exit mobile version