সর্বোচ্চ দামে ব্রয়লার মুরগি

|

এ যাবতকালের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। এরইমধ্যে কেজিপ্রতি মুরগির দাম ছাড়িয়েছে আড়াইশো টাকা। গরীবের মাংস হিসেবে পরিচিত এ খাবারের দাম বাড়ায় রীতিমতো দিশেহারা ক্রেতারা। অনেককেই চাহিদার বিপরীতে কম পরিমাণে মাংস কিনতে দেখা গেছে। বিক্রেতারা জানায়, হুঁ হুঁ করে পোল্ট্রি মুরগির দাম বাড়ায় খুচরা পর্যায়ে তাদের বেচাবিক্রিতেও ভাটা পড়েছে।

ব্রয়লার মুরগির আকাশচুম্বী দাম রীতিমতো ভাবনায় ফেলে দিয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী মো. মাসুদকে। মাত্র স্কুলে পা রাখা আদরের সন্তানকে নিয়ে মুরগি কিনতে এসে জানালেন হতাশার কথা।

একই অবস্থা প্রায় সবারই। প্রতিদিন যেনো নিয়ম করে বাড়ছে পোল্ট্রি মুরগির দাম। তাই আমিষের চাহিদা পূরণের সহজলভ্য এই খাবার কেনা অনেকটাই দুরহ হয়ে উঠছে।

ব্যবসায়ীরা জানান, মাত্রাতিরিক্ত দাম বাড়ায় খুচরা পর্যায়ে পোল্ট্রি মুরগি বিক্রিতে ভাটা পড়েছে। এ অবস্থায় বাজার মনিটরিং করে দাম নিয়ন্ত্রণে রাখার দাবি ক্রেতা-বিক্রেতা সবার।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply