সায়েন্স ল্যাবের ঘটনাই প্রমাণ করে ফায়ার সার্ভিসের গুরুত্ব: সেনাপ্রধান

|

সায়েন্স ল্যাবের ঘটনা থেকে আমরা বুঝতে পারি, ফায়ার সার্ভিস কতটা জরুরি একটা সেবা। এমন মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ডিওএইচএস এর মধ্যে এমন সেবা প্রতিষ্ঠান স্থাপন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

সোমবার (৬ মার্চ) পল্লবীতে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন সেনাপ্রধান। অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনও উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, সায়েন্স ল্যাবে বিস্ফোরণের ঘটনাটি দুর্ঘটনা। প্রাথমিকভাবে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। নিজেরা সচেতন হলে অগ্নিদুর্ঘটনা এড়ানো সম্ভব। আগের তুলনায় অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিস আরও সক্ষমতা অর্জন করেছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply